Monday, February 3, 2020

মাত্র ৭দিনে মধু দ্বারা ত্বকের উজ্জলতা ও ফর্সা বৃদ্ধি করুন{প্রাকৃতিক উপায়ে রূপ চর্চা টিপস natural beauty care in magura



মাত্র ৭দিনে মধু দ্বারা ত্বকের  উজ্জলতা ও ফর্সা বৃদ্ধি করুন{প্রাকৃতিক উপায়ে রূপ চর্চা টিপস natural beauty care in magura



মধু একটি প্রাকৃতিক উপাদান যাহা খুব অল্প সময়ে ত্বকের উজ্জ্বলতা ও ফর্সা বৃদ্ধি করে ৷ 
ত্বককে নরম করে রাখে, ত্বকের বলিরেখা ও কালচেভাব খুব অল্পসময়েই দূর করে ৷ তাছাড়া মধু ত্বকের বিভিন্ন ধরনের জীবাণু ধ্বংস করতে খুবই কার্যকর ৷

ফর্সা ও উজ্জ্বল ত্বক পেতে চাইলে মধুর ব্যবহার শুরু করুন৷


মধু ও লেবুর রস 
১চা চামচ মধুর সঙ্গে ১চা মচ লেবুর রস মেশান ৷ মিশ্রণটি ২০ মিনিট মুখে ম্যাসেজ করুন  অতঃপর ২০ মিনিট  অপেক্ষা করুন ৷
 20 মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন৷ দেখবেন আপনার ত্বক একমুহূর্তেই উজ্জ্বল হয়ে উঠবে ৷


 খুব অল্পসময়েই উজ্জল ও ফর্সা ত্বক পেতে
মধু ও টকদই ৷
 ১টেবিল চামচ মধুর সঙ্গে ১ টেবিল চামচ টক দই মেশান ৷
এই মিশ্রণটি মুখে লাগান,অতঃপর 20মিনিট অপেক্ষা করুন, অতঃপর হালকা গরম পানি দ্বারা মুখ ধুয়ে ফেলুন ৷ এই মিশ্রণটি ত্বকের  ব্রণ দূর করতে খুবই কার্যকর এবং তৈলাক্ত ত্বকের জন্যে খুবই উপকারী ৷

মধু ও পেঁপে 
দুই টুকরা পেঁপে চটকে নিয়ে তার সঙ্গে দুই চা চামচ মধু মেশান ৷
এই মিশ্রণটি মুখে লাগিয়ে হালকাভাবে মেসেজ করুন ৷ অতঃপর১৫ মিনিট অপেক্ষা করুন ৷
15 মিনিট অপেক্ষা করে ভাল করে মুখ ধুয়ে ফেলুন  ৷ শুষ্ক ত্বকের জন্যএই মিশ্রণটি খুবই উপকারী ,তাছাড়া বয়সের ছাপ দূর করতেও এই প্যাক ব্যবহার করা যেতে পারে ৷

মধু ও কলার প্যাক
১ টেবিল চামচ মধুর সঙ্গে সামান্য কলা চটকিয়ে একত্রে মিশিয়ে প্যাক তৈরি করুন ৷
মিশ্রণটি মুখে লাগিয়ে 15 মিনিট অপেক্ষা করুন ,এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ৷মিশ্রণটি ত্বককে একমুহূর্তেই উজ্জ্বল করে তুলবে ৷

মধু গোপাল জল ও হলুদের গুঁড়ো
 ১ টেবিল চামচ মধু, কয়েকফোটা গোলাপজল ও সামান্য হলুদ গুড়া একত্রে মিশিয়ে প্যাক তৈরি করুন,মিশ্রণটি দ্বারা 20 মিনিট পর্যন্ত মুখ মেসেজ করুন অতঃপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ৷
এই মিশ্রণটি ত্বকের কালচে ভাব দূর করতে খুবই কার্যকর ৷
মাত্র ৭দিনে মধু দ্বারা ত্বকের  উজ্জলতা ও ফর্সা বৃদ্ধি করুন{প্রাকৃতিক উপায়ে রূপ চর্চা টিপস natural beauty care in magura

No comments:

Post a Comment