Friday, January 31, 2020

রূপ চর্চায় হলুদের অসাধারণ গুনাগুণ{প্রাকৃতিক উপায়ে রূপ চর্চা টিপস natural beauty care in magura}



রূপ চর্চায় হলুদের অসাধারণ গুনাগুণ,
       
রূপ চর্চায় হলুদের অসাধারণ গুনাগুণ{প্রাকৃতিক উপায়ে রূপ চর্চা টিপস natural beauty care in magura}

আদিকাল থেকই হলুদ সৌন্দর্য চর্চায়   অত্যাবশ্যকীয় একটি উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ৷ বর্তমানে সৌন্দর্য চর্চায় বিভিন্ন উপাদান ব্যবহৃত হয়,কিন্তু হলুদের ব্যবহারের উপকারিতা ও প্রয়োজনীয়তা বেড়েই চলেছে ৷

ত্বকের যত্নে,কাঁচা হলুদের ব্যবহার সর্বদাই একটি মূল উপাদান ৷


Watch hindi live tv

ফেসপ্যাক হিসেবে হলুদের ব্যবহার,
রোদে পোড়া ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে হলুদের ফেসপ্যাক অসাধারণ ভূমিকা পালন করে,কাঁচা হলুদ বাটা, কাঁচা দুধ একত্রে মিশিয়ে ত্বকে লাগিয়ে 15 মিনিট অপেক্ষা করুন অতঃপর ধুয়ে ফেলুন৷ আপনার ত্বকের কালচে ভাব দূর করে আপনার ত্বকের উজ্জলতা ও কোমলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে৷

ত্বকের মেছতা ও বলিরেখা দূর করুন 
Image result for মেছতার দাগত্বকের মেছতা ও বলিরেখা দূর করতে কাঁচা হলুদ বাটা, বেসন,কাঁচা দুধ একত্রে মিশিয়ে মুখে লাগিয়ে 15 মিনিট অপেক্ষা করুন অতঃপর মুখ ধুয়ে ফেলুন,এতে ত্বকের বলিরেখা ও মেছতা সমস্যার সমাধান হবে৷ 

কাঁচা হলুদ  অ্যান্টিওক্সিডেন্ট  হিসেবেও বেশ কার্যকারী, ত্বকের ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে কাঁচা হলুদ বাটা, লেবুর রস একত্রে মিশিয়ে 15 মিনিট লাগিয়ে রাখুন অতঃপর ধুয়ে ফেলুন৷
প্রতিদিনের ব্যবহারে ত্বকের দাগ আস্তে আস্তে হালকা হয়ে যাবে৷

ত্বকের উজ্জ্বলতা রক্ষা করুন,
ত্বকের উজ্জ্বলতা রক্ষা করতেই ১ চা চামচ হলুদ বাট,  ১ চা চামচ মধু, ১চা চমচ দুধ,ও  2 চা চামচ বেসন একত্রে মিশিয়ে একটি প্যাক তৈরি করা যেতে পারে,
এই মিশ্রণটি ত্বকে লাগিয়ে 15 মিনিট অপেক্ষা করুন অতঃপর ধুয়ে ফেলুন ৷সপ্তাহে অন্তত 2 বার এই প্যাকটি ব্যবহার করুন যার ফলে আপনার ত্বকের লাবণ্য, উজ্জ্বলতা বৃদ্ধি পাবে৷

শুষ্ক, স্বাভাবিক, তৈলাক্ত ও মিশ্র ত্বকের জন্য, সব ফেসপ্যাকেই কাঁচা হলুদের ব্যবহার হয়ে থাকে ৷
কাঁচা হলুদ বাটা,কমলার খোসা বাটা, মুলতানি মাটি,ও মধু একত্রে মিশিয়ে হাত,পা ও মুখে লাগিয়ে 15 মিনিট অপেক্ষা করুন অতঃপর ধুয়ে ফেলুন ৷যার ফলে আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল মসৃণ ও কোমল ৷

মধুর ব্যবহার 
আপনার শরীর থেকে টক্সিন বের করে আপনার  ত্বককে উজ্জ্বল করতে আধাকাপ হলুদের রস,আধা চা-চামচ মধু একত্রে মিশিয়ে খেয়ে ফেলুন আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও কোমল

নারিকেল তেলের ব্যবহার
নারিকেল তেলের সাথে হলুদ মিশিয়ে আপনার পায়ের গোড়ালিতে কিংবা পায়ের তলার ফাটা অংশে লাগিয়ে 15 মিনিট অপেক্ষা করুন অতঃপর ধুয়ে ফেলুন৷ যার ফলে আপনার পায়ের  ত্বক হয়ে উঠবে উজ্জ্বল মসৃণ ও কোমল ৷
এবং পা ফাটার সমস্যা থেকেও আপনি মুক্তি পাবেন 

রূপ চর্চায় হলুদের অসাধারণ গুনাগুণ{প্রাকৃতিক উপায়ে রূপ চর্চা টিপস natural beauty care in magura}

No comments:

Post a Comment